নাম চুরি
রবীন্দ্ৰনাথ একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাকা শহরে যান এবং বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের অতিথি হন। রমেশচন্দ্রের পুত্রের বয়স নয়-দশ। তার ভাল নাম অশোক এবং ডাক নাম রবি। বাড়িতে স্বয়ং রবীন্দ্ৰনাথ এসেছেন! তাই রমেশচন্দ্ৰ বাড়ির সকলকে জানিয়ে দেন, যে ক’দিন গুরুদেব এখানে থাকবেন কেউ যেন অশোককে রবি নামে না ডাকে। পুত্রকেও সেই মত রমেশচন্দ্ৰ জানিয়ে দেন যে, রবি নামে কেউ ডাকলে সে যেন সাড়া না দেয়। কিন্তু সব শেখালেই তো আর হয় না। রবীন্দ্ৰনাথ রমেশচন্দ্রর বাড়িতে এসেই অশোকের সঙ্গে আলাপ জুড়ে দিলেন এবং জানতে চাইলেন, ‘তোমার নাম কী?’
ছোট্ট অশোক উত্তর দিল, ‘আমার নাম রবি।’
নাম শুনে রবীন্দ্ৰনাথ রমেশচন্দ্র ও তার স্ত্রীকে ডেকে রসিকতা করে বললেন, ‘না। বাপু, তোমরা লোক ভাল নয়।’
এ কথা শুনে রমেশচন্দ্ৰ অবাক! ভাবলেন, কী হল! কবিকে তিনি জিগ্যেস করলেন, *গুরুদেব, কী ব্যাপার?’
রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ রসিকতা রবীন্দ্রনাথ এবার হেসে বললেন, ‘আমি আসার পূর্বেই দেখছি আমার নামটা চুরি করে বসে আছ! এরপর তো আরও অনেক কিছু চুরি করবে হে!’
কবির কথা শুনে সকলে হেসে উঠলেন।
Leave a Reply