ঘুমের ব্যাঘাত
কলকাতা থেকে কয়েকজন সাহিত্যিক রবীন্দ্ৰনাথের সঙ্গে দেখা করতে শান্তিনিকেতনে এসেছেন। কবি ক্ষিতীশকে বললেন, ‘দ্যাখো, এঁরা হলেন বিখ্যাত সাহিত্যিক, বড় সেণ্টিমেণ্টাল। এদের যত্নের যেন ত্রুটি না হয়, তুমি লক্ষ্য রেখা।’
রাত পেরিয়ে সকাল হল। সাহিত্যিকরা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এলেন। রবীন্দ্ৰনাথ তাদের জিগ্যেস করলেন, ‘কাল রাত্রে ঘুম হয়েছিল? তোমরা বড খারাপ সময়ে এসেছি, যা গরম! তবে সে আমার দোষ নয়, আকাশের।‘
কবির কথা শুনে একজন সাহিত্যিক বললেন, ‘না গুরুদেব, রাতে গরমে আমাদের কোনো অসুবিধা হয় নি। তবে কোকিলের ডাকে ঘুম হয়নি।’
রবীন্দ্ৰনাথ হেসে বললেন, ‘তোমরা কবি সাহিত্যিক, তোমাদের কী আর কোকিলের ডাকে ঘুম হয়ঃ ঘুমের ব্যাঘাত তো হবেই। হাঁটা, আমারও ঘুমের ব্যাঘাত হয়। না, কোকিলের ডাকে নয়, মশার কামড়ে।’
কবির কথা শুনে সাহিত্যিকরা হোসে ফেললেন।
Leave a Reply