কনক কলস
মংপুত্রে মৈত্ৰেয়ী দেবীর বাড়িতে থাকার সময় একদিন রবীন্দ্ৰনাথ গাইছিলেন—
“কেন বাজাও কঁকন কণ কণ কত ছল ভরে
ওগো ঘরে ফিরে চল কনক কলসে জল ভরে
কেন বাজাও-কেন বাজাও কঁকন কণ কণ”
এই গান গাইতে গাইতে কবি বলে উঠলেন, ‘ইস, কী বোকাই ছিলুম তখন, নাহলে এমন লিখি? তবে এখন হলে লিখতুম-যাবে তো যাও না, তুমি গেলে এমন বিশেষ ক্ষতি হবে না, কিন্তু তোমার ওই কনক কলাসটা রেখে যাও; বিশ্বভারতীর কাজে লাগবে।’
রবীন্দ্ৰনাথ এরকম আপন মনে কত গান গাইতেন, কত কথা বলতেন। মৈত্ৰেয়ী দেবী প্রমুখ অনেকেই কবির এরকম অনেক মুহূর্তের সাক্ষী।
Leave a Reply