কেমিক্যাল মিউজিক
শুধুমাত্র রবীন্দ্রনাথের টানেই শৈলজারঞ্জন এম.এস.সি পরীক্ষায় রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম হয়েও শান্তিনিকেতনে চলে আসেন। তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। অধ্যাপনার পাশাপাশি যখন তার সংগীত চর্চ এগিয়ে চলেছে তখন কবিগুরু তাকে
তুমি কী উত্তর দেবো?’
শৈলজারঞ্জন বললেন, ‘কেন, বলব। আমি অধ্যাপনা করি।’
রবীন্দ্ৰনাথ তখন বললেন, ‘অধ্যাপনা করি বলবে, কিন্তু কোন বিষয়ে অধ্যাপনা কর বলবে?’
শৈলজারঞ্জন বললেন, ‘কেন, আমার বিষয় কেমিস্ট্রির কথা বলব।’
রবীন্দ্রনাথ বললেন, ‘নানা, একটা নয়, বরং দুটো মিশিয়ে বলবে, বুঝলে?’ এ কথা শৈলজারঞ্জন বুঝতে পারলেন না। তিনি জিগ্যেস করলেন, ‘দুটো মিশিয়ে বলব মানে? কার সঙ্গে কী মেশাব?’
এবার রবীন্দ্ৰনাথ হাসতে হাসতে বললেন, ‘হয় বলবে মিউজিক্যাল কেমিস্ট্রি, নয় বলবে কেমিক্যাল মিউজিক, কেমন?’
কবির এই কথা শুনে শৈলজারঞ্জন হেসে ফেললেন।
Leave a Reply