সহ সম্পাদক
শান্তিনিকেতনে একদিন বিকেলে কবির ঘরে সাহিত্য-আলোচনা হচ্ছে। কথা প্রসঙ্গে একটি পত্রিকার নাম ওঠায় রবীন্দ্ৰনাথ বললেন, ‘হ্যাঁ, এক সময় আমি এই পত্রিকার সম্পাদক ছিলাম।’
কবির কথা শুনে আর একজন বললেন, ‘তাই নাকি?’
তারপর সেই ব্যক্তি অন্য আর একজনের নাম উল্লেখ করে বললেন, উনি এই পত্রিকার সহ সম্পাদক ছিলেন।’
রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বললেন, ‘সহ কি দুঃসহ বলতে পারব না। তবে ছিলেন বলে মনে হচ্ছে।’
কবির কথায় ঘরে হাসির রোল উঠল।
Leave a Reply