রাজপুত্রের ছবি
রবিকবির সত্তরবছর পূর্তি উপলক্ষে কলকাতায় তাঁর ভক্তদল জন্মজয়ন্তী উৎসবের বিশাল আয়োজন করে। কবি সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে ফাঁক বুঝে কিছুক্ষণ সাত নম্বর ল্যান্সডাউন রোডে মৈত্ৰেয়ী দেবীর বাড়িতে কাটিয়ে আসেন। মৈত্ৰেয়ী দেবীর সেই সময় একটি বাঙালি বধূর ছবি আকিছিলেন। কবি সেই ছবি দেখে হাসতে হাসতে বলেন, ‘আমরা পুরুষেরা যখন লিখি তখন নারীদের কথা লিখি, যখন আঁকি নারীদের ছবি আঁকি, তোমরাও দেখছি তাই কর! এত অহঙ্কার তোমাদের! পুরুষদের ছবি আঁক না, আঁক নিজেদেরই ছবি!’
কবির কথা শুনে মুচকি হেসে মৈত্ৰেয়ী দেবী একটি অশ্বারোহী রাজপুত্রের ছবি আঁকলেন। রাজপুত্র বনের মধ্যে একাকী চলেছেন। ছবিটি কবির খুব পছন্দ হয়। তিনি মৈত্ৰেয়ী দেবীকে রসিকতা করে বলেন, ‘এই রাজপুত্ৰই বুঝি আসবেন?’
কবির কথায় মৈত্ৰেয়ী দেবী হেসে ফেললেন।
Leave a Reply