বৃদ্ধ সেতু
রবীন্দ্ৰনাথ কালিম্পং-এ লেখিকা মৈত্ৰেয়ী দেবীর সঙ্গে প্ৰথম পরিচয় করিয়ে দেন গায়ক দিলীপকুমার রায়ের সঙ্গে। দিলীপকে কবি বলেন, ‘ও দিলীপ, শোনো, এই হচ্ছে সেই মৈত্ৰেয়ী, যে তোমার গান শুনতে চায়।’
এরপর কবি মৈত্ৰেয়ীকে বলেন, ‘ও মৈয়েত্রী, এই হচ্ছে সেই দিলীপ, যে বান্ধবী বৎসল।’
এরপর কবি দুজনের মুখের দিকে তাকিয়ে বলেন, ‘মনে রেখো, তোমাদের আলাপের সেতু হলাম। আমি। দেখো, সেতুটি কিন্তু বৃদ্ধ, বেশি দলন সহ্য করতে পারবে না, তাই আলাপ করতে গিয়ে একটু রয়ে সরে সয়ে এগিও, বুঝলে?’
কবির এই কথা শুনে দিলীপ ও মৈত্ৰেয়ী দুজনেই হেসে ফেললেন।
Leave a Reply