ভূতে বিশ্বাস
শান্তিনিকেতনের এক ভদ্রলোক একদিন রবীন্দ্রনাথকে জিগ্যেস করেন, ‘গুরুদেব, আপনি ভূতে বিশ্বাস করেন?’
উত্তরে রবীন্দ্ৰনাথ বলেন, ‘আমি তো বিশ্বাস করিই, স্বচক্ষে দেখেওছি। মাঝে মধ্যে তাঁর দৌরাত্ম্য টের পাই। ভূতেরা সাহিত্যে, রাজনীতিতে এবং এক সময় তুমুল দাপদাপি জুড়ে দেয়। ওরা দেখতে শুনতে ঠিক মানুষের মত।’
রবীন্দ্রনাথের কথা শুনে ভদ্রলোক হেসে ফেলেন ও বোঝেন রবীন্দ্ৰনাথ সাম্প্রতিক সময়ের কিছু মানুষের প্রতি আচ্ছা খোঁচা দিলেন বটে!
Leave a Reply