প্রাণ ও টাকা
একবার নির্মলকুমারী ট্রেনে চেপে বোলপুরে আসছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। ভিড় ট্রেনে ওঠার সময় হঠাৎই তার পা ফসকে যায়! প্ৰায় ট্রেনের নীচে তিনি পড়ে যাচ্ছিলেন! এক সহযাত্রী কোনো রকমে তাকে বাঁচান!
নির্মলকুমারী শান্তিনিকেতনে এসে ভয়ে ভয়ে রবীন্দ্রনাথকে পুরো ঘটনাটা শুনিয়ে বলেন, ‘গুরুদেব, আপনার কাছে আসতে গিয়ে প্ৰাণটাই দিয়ে ফেলেছিলুম আর একটু হলে!’
এই কথা শুনে রবীন্দ্রনাথ বলেন, ‘সে কী! তুমি তার চেয়ে আমার জন্য কিছুটাকা দিলেই ভাল করতে।’
নির্মলকুমারী কবির কথা কিছুই না বুঝতে পেরে হাঁ করে তাকিয়ে আছেন দেখে কবি হেসে বলেন, ‘তুমি সেই গল্পটা বুঝি জাননা? সেই যে, একজন আর একজনকে বোঝাচ্ছে, একে বলে টাকা-বুঝেছি? এ তো আর প্রাণ নয় যে দিলেই হল! এ হচ্ছে টাকা!’
গুরুদেবের কথা শুনে এবার নির্মলকুমারী হেসে ফেললেন।
Leave a Reply