সেনগুপ্ত দাশগুপ্ত
একদিন রানী চন্দ রবীন্দ্রনাথের সঙ্গে ট্রেনে চেপে চলেছেন। ট্রেনের দুলুনিতে রানী, চন্দের দু’চোখে লেগে যায়। কিছুক্ষণ পর উঠে দেখলেন রবীন্দ্রনাথ নিজের মনে কী সব বিড় বিড়করছেন। শোনার জন্য রানী চন্দ নিজের কানটা নিয়ে গেলেন কবির মুখের কাছে। তিনি শুনলেন কবি বলছেন, ‘সেনগুপ্ত………দাসগুপ্ত……… সেনগুপ্ত………দাসগুপ্ত!’
অবাক হয়ে রানী চন্দ জিগ্যেস করলেন, ‘গুরুদেব, আপনি এ কী বলছেন?’ কবি হেসে উত্তর দিলেন, শুনতে পাচ্ছিস না? ওই ‘দ্যাখ, ট্রেনের চাকায় শব্দ হচ্ছে…. সেনগুপ্ত……… দাসগুপ্ত……… সেনগুপ্ত……… দাসগুপ্ত……।’
কবির কথা শুনে রানী চন্দও মন দিয়ে ট্রেনের চাকার শব্দ শুনতে লাগলেন।
Leave a Reply