চাঁদ ঢাকা
শান্তিনিকেতনে একদিন রাতে রবীন্দ্রনাথ জানলার পাল্লা খোলা রেখে শুয়ে আছেন। পূৰ্ণিমার রাত, জ্যোৎস্না এসে পড়েছে কবির মুখে। চোখে আলো পড়ায় ঘুম আসছে না বলে কবি ভৃত্য মহাদেবকে ডেকে বললেন, ‘ওরে আমার ঘুম হচ্ছে না, চাঁদটা ঢেকে দে তো!’
কী ভাবে চাঁদ ঢাকা হবে তা কিছুতেই ভেবে না পেয়ে বোকার মত মাথা চুলকোতে লাগল মহাদেব। কবি বললেন, ‘কীরে, চাঁদটা ঢেকে দিবি তো! দেরী করছিস কেন?’
এবার মহাদেব আমতা আমতা করে বলল, গুরুদেব, কী ভাবে চাঁদ ঢাকতে হয়। জানি না তো!’
রবীন্দ্ৰনাথ বললেন, ‘সে কী রে! চাঁদ ঢাকতে পারছিস না?’
মহাদেব আবার বলল, ‘না!’
এবার রবীন্দ্ৰনাথ হেসে ফেলে বললেন, ‘বোকা কোথাকায়! ওই দিকের জানলাটা বন্ধ করা দেখি।’
কবির কথায় মহাদেব জানলা বন্ধ করতেই ঘর অন্ধকার হয়ে গেল।
রবীন্দ্ৰনাথ তখন বললেন, ‘কী রে, এবার চাঁদ ঢাকা পড়ল তো?’
মহাদেব হেসে বলল, ‘হ্যাঁ, গুরুদেব!’
Leave a Reply