মেঘমুক্ত দিগন্ত
সুধাকান্ত রায়চৌধুরী বা বলডুইন-এর মাথার টাক বাড়তে দেখে একদিন রবীন্দ্রনাথ বললেন, ‘ও সুধাকান্ত, তোর শিরোদেশ যে ক্রমেই মেঘমুক্ত দিগন্তের আকার ধারণ করছে। খুব সাবধান!’
এ কথা শুনে সুধাকান্ত বললেন, ‘গুরুদেব, আমার বাবারও শেষ জীবনে ও রকম হয়েছিল!’
এবার রবীন্দ্রনাথ হেসে বললেন, ‘তাইতেই বুঝি ওটা শিরোধার্য করেছিস?’ এ কথা শুনে সুধাকান্ত নিজের টাকে হাত বুলিয়ে হেসে ফেললেন।
Leave a Reply