কালা সাহেব
রবীন্দ্রনাথ একদিন বোলপুর থেকে ট্রেনে চেপে চলেছেন। জানলার ধারে বসে সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চলেছেন। বর্ধমানে ট্রেন থামতে কবির কামরায় উঠলেন এক কালা সাহেব। তার মুখে সিগারেট। সঙ্গে অজস্র মালপত্র। কালা সাহেব ইচ্ছা করলেই কবির পাশের কামরাতে উঠতে পারতেন। কিন্তু তিনি কবির রিজার্ভ করা কামরাতেই উঠলেন। তাঁর উদ্ধত ভঙ্গি কবির পছন্দ হল না। ভ্ৰমণের সময় কবি সঙ্গ বাহুল্য মোটেও পছন্দ করতেন না। তাই সাহেবকে দেখেই বিরক্ত হয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ রসিকতা বললেন, ‘আপনি কে মশাই?’
কালা সাহেব সিগারেট টানতে টানতে বললেন, ‘কেন মশাই? আমি মানুষ।’
রবীন্দ্ৰনাথ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ‘তাই নাকি? যাক আমার সন্দেহভঞ্জন হল।’
কবির কথার অর্থ বুঝলেন না কালা সাহেব। তিনি নিজের মালপত্ৰ গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন।
Leave a Reply