গোলগোল অক্ষর
মংপুতে লেখিকা মৈত্ৰেয়ী দেবীর বাড়িতে একবার বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ বেশ কিছুদিন ছিলেন। একদিন রবীন্দ্রনাথ মৈত্ৰেয়ী দেবীকে বলেন, ‘আচ্ছা মৈত্ৰেয়ী, একটা জিনিস আমি বিশেষভাবে লক্ষ্য করেছি, তোমাদের প্রত্যেকের হাতের লেখা আশ্চর্যরকম এক! কেমন গোলগাল অক্ষর! এটা কী করে হলো?’
কবির কথা শুনে মৈত্ৰেয়ী দেবী হেসে বলেন, ‘গুরুদেব, আর বলবেন না, সারা বাংলার হাতের লেখা এক হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনার লেখা কপি করে।’
এ কথা শুনে রবীন্দ্রনাথ গভীর মুখে বলেন, ‘সত্যি! তা হলে তো যথেষ্টই শঙ্কার কারণ দেখছি! ভাগ্যিস আমার ব্যাঙ্কের খাতা শূন্য, তা না হলে তো আমাকে রীতিমত ভাবনায় পড়তে হত হে!’
রবীন্দ্রনাথের মুখে এ কথা শুনে মৈত্ৰেয়ী দেবী হেসে ফেলেন।
Leave a Reply