চোখের জল
বৃদ্ধ বয়সে রবীন্দ্রনাথের একবার চোখের অসুখ হয়। ডাক্তার চোখ পরীক্ষা করে ওষুধ দেন। ড্রপার দিয়ে কবির চোখে সেই ওষুধ দিতেন রানী চন্দ। সেই ওষুধে কবির চোখ জ্বালা করত। এর ফলে চোখ দিয়ে জল বেরোতো। রবি কবি একদিন রসিকতা করে রানী চন্দকে বল
রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ রসিকতা চোখ জ্বালা করত। এর ফলে চোখ দিয়ে জল বেরোতো। রবি কবি একদিন রসিকতা করে রানী চন্দকে বলেন, ‘ও আমার চক্ষুদাত্রী, তুমি একেবারে তৈরী হয়ে এসেছ দেখছি! মনে রেখো, ইতিহাসের পাতায় কিন্তু তুমি অমর হয়ে থাকবে।’
রানী চন্দ জিগ্যেস করেন, ‘কী ভাবে, গুরুদেব?’
রবীন্দ্রনাথ হেসে বলেন, ‘যখন কেউ আমার জীবনী লিখবে, তখন তুমি দাবি করতে পারবে যে, শুধু একজনই দিনে তিন চারবার করে রবীন্দ্রনাথের চোখের জল ঝরাতে পেরেছে, সে তুমিই! নয় কি?’
গুরুদেবের এই কথা শুনে রানী চন্দ হেসে ফেললেন।
Leave a Reply