বসন্তের টিকা
একবার বোলপুরে বসন্ত মহামারির আকার নেয়। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে। আশ্রমের সকলেই বসন্তের টিকা নিচ্ছেন। রবীন্দ্রনাথকেও বসন্তের টিকা দেবার ব্যবস্থা করা হল। কিন্তু রবীন্দ্রনাথ না-রাজ। কিছুতেই তিনি টিকা নেবেন না। কেউই তাঁকে বোঝাতে পারলেন না। শেষে এলেন স্বয়ং চিকিৎসক। কিন্তু রবীন্দ্রনাথকে বোঝাতে গিয়ে চিকিৎসক নিজেই ঘাবড়ে গেলেন। চিকিৎসককে দেখেই রবীন্দ্ৰনাথ হাসতে হাসতে বললেন, ‘আরো ডাক্তার যে! তা আমার কাছে কেন এসেছ? যাদের ফিরে ফিরে বসন্ত আসে তাদের কাছে গিয়ে টিকা দাও, বুঝলে ডাক্তার, আমার অত বছরে বছরে বসন্ত আসে না!’
ডাক্তার আর কী করেন! রবি কবির কথা শুনে তিনি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলেন।
Leave a Reply