কবি কবিরাজ
শুধু কবিতা লেখাই নয়, রবীন্দ্ৰনাথ সময় সুযোগ পেলেই হোমিওপ্যাথি বায়োকেমিক চর্চা করতেন। অনেকেই তাঁকে বলতেন ক্ষুদে চিকিৎসক। তিনি নিয়মিত ডাক্তারি বই পড়তেন ও রোগীদের ওষুধ দিতেন। পাশাপাশি তিনি খাদ্যনীতির ওপর রীতিমত পরীক্ষণ নিরীক্ষা করতেন এবং অন্যদের তা অনুসরণ করতে বলতেন। একবার তিনি নিজেই কিছুদিন সবুজ শাক সব্জি ও সেদ্ধ তরিতরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁর পরীক্ষা নিরীক্ষা বন্ধ। কিন্তু মুখে হার মানেন না। কেউ তাকে কিছু বললেই তিনি হেসে বলতেন, ‘না হে না, আমার এই নীতিকে কোনো ত্রুটি নেই। কেবল আমার স্বাস্থ্যই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তোমরা মনে রেখো আমি যেমন কবি, তেমন কবিরাজও।’
গুরুদেবের এ কথা শুনে তাঁর ঘনিষ্ঠরা না হেসে থাকতে পারতেন না।
Leave a Reply