তৃতীয় রসস্ৰষ্টা
একদিন সকালে সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল সন্ত্রীক দেখা করতে এসেছেন রবীন্দ্রনাথের সঙ্গে। গুরুদেবের জন্য বনফুলের স্ত্রী ঘরের দুধ দিয়ে খানিকটা সন্দেশ করে নিয়ে এসেছেন। ঘরে প্রবেশ করেই বনফুলের স্ত্রী সন্দেশের কৌটোটা রবীন্দ্রনাথের হাতে দিতেই রবীন্দ্রনাথ একটা সন্দেশ মুখে পুরে বনফুলকে বললেন, ‘বাহ! চমৎকার! এ সন্দেশ তুমি কেমন করে ভাগলপুরে পেলে?’
বনফুল তখন গৃহিনীকে দেখিয়ে বললেন, ‘আমার স্ত্রী করেছেন। আমাদের ঘরে গাই আছে। এই সন্দেশ তারই দুধ থেকে হয়েছে।’
ঘরে বসেছিলেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্ৰনাথ তার দিকে গোল গোল চোখে তাকিয়ে গম্ভীর ভাবে বললেন, ‘এতো বড় চিন্তার কারণ হল দেখছি!’
সকলে একসঙ্গে জিগ্যেস করলেন, ‘কেন গুরুদেব? কী হল?’
উত্তরে রবীন্দ্রনাথ হেসে বললেন, ‘বাংলাদেশে দুটি মাত্র রসস্রষ্টা আছে জানতুম। প্রথম জন দ্বারিক আর দ্বিতীয়জন এই রবীন্দ্রনাথ ঠাকুর, এ যে দেখছি তৃতীয় রসাস্রষ্টার আবির্ভাব হল।
গুরুদেবের কথা শুনে বনফুলের স্ত্রী লজ্জা পেলেন, বনফুল সহ অন্যরা হোঃ হাঃ করে হেসে উঠলেন।
Leave a Reply