চরণপদ্ম
রবীন্দ্ৰনাথ একবার তাঁর পার্সেনাল সেক্রেটারি সুধাকান্ত রায় চৌধুরীকে নিয়ে রামগড় পাহাড়ে বেড়াতে গেছেন। একদিন সকালে সুধাকান্ত দেখলেন, গুরুদেব নীচে বসে এক পায়ের মোজা খুলে হাত দিয়ে পায়ের তলাটা ঘষছেন। সুধাকান্ত জিগ্যোস করলেন, ‘গুরুদেব, কী হয়েছে?’
রবীন্দ্ৰনাথ বললেন, ‘চারণপদ্ম নিয়ে অনেক কবিতা লিখেছি, চরণ কমল, চরণপদ্ম, পাদপদ্ম এসব পদকীর্তনও শুনেছি। অনেকবার। কিন্তু কেন যে পা-কে পদ্ম বলে, আজ সেটা ভাল করে বুঝতে পারলাম। অন্য লোকের পদ যে পদ্মাই তা জানিনা, তবে আমার চরণ যে পদ্ম তাতে কোনো সন্দেহ রইল না। কারণ এত জায়গা থাকতে মৌমাছি মোজা ভেদ করে আমার পায়ের তলেই হুল বিধিয়ে দিল। এতেই বোঝা গেল আমার চরণ প্রকৃতই পদ্ম।’
একথা শুনে সুধাকান্ত হেসে ফেললেন।
Leave a Reply