মধুর কবিতা
মংপুতে থাকাকালীন রবীন্দ্ৰনাথ ‘প্রবাসী’ পত্রিকায় মধু বিষয়ক একটি কবিতা লিখেছিলেন। এই কবিতা প্রকাশের কিছুদিন পরে মংপুতে রবীন্দ্ৰনাথের কাছে একটি পার্সেল আসে। কবি পার্সেল খুলে দেখেন তাতে এক বোতল মধু! পাঠিয়েছেন রবীন্দ্রনাথের এক অচেনা ভক্ত। মধুর বোতল উপহার পেয়ে খুশি হয়ে রবীন্দ্ৰনাথ লেখিকা মৈত্ৰেয়ী দেবীকে বলেন, ‘দ্যাখো, মধুনিয়ে কবিতা লিখেছি বলে মধু উপহার পেলাম।’
এক ঘর ভর্তি লোকের সামনে কবিপুত্র রথীন্দ্রনাথ তখন মজা করে বলেন, ‘বাবামশাই, আপনি যদি চাল, ডাল, তেল নিয়ে কবিতা লিখতেন তবে বেশ হত। ঘরে চাল, ডাল, তেল আসত। তাহলে সংসার খরচ কিছুটা কমত।’
রথীন্দ্রনাথের মুখে এ কথা শুনে রবীন্দ্ৰনাথ সহ অন্যরা হোঃ হাঃ করে হেসে ওঠেন। কথায় বলে–যেমন রসিক পিতা, তেমন রসিক পুত্র।
Leave a Reply