দিনের গালে
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র তখন অবসর গ্রহণ করেছেন। সেই সময় তিনি থাকতেন কলকাতার প্রতাপ চ্যাটাজী লেনে নিজের বাড়িতে। সেখানে একদিন তিনি ভেতরের রোয়াকে বসে মানে যাবার আগে খালি গায়ে তেল মাখছিলেন।
এমন সময় সেখানে হাজির নাট্যকার দীনবন্ধু মিত্র। দীনবন্ধু হঠাৎ দেখলেন দোতলা ঘরের জানালায় দাঁড়িয়ে আছেন বঙ্কিমচন্দ্রের সুন্দরী দ্বিতীয় পক্ষের স্ত্রী!
তাকে দেখে রসিকতা করে দীনবন্ধু বললেন, ‘অহো, এখানে কী চাঁদের শোভা!’
বঙ্কিমচন্দ্ৰ তেল মাখা বন্ধ কবে ওপরের দিকে একবার তাকিয়ে হেসে পালটাপালটি উত্তর দিলেন, ‘আহা গো, যেন দিনের (অর্থাৎ দীনবন্ধুর) গালের নোঙর ফেলে দিয়েছে!’
দীনবন্ধু আর উত্তর দিতে পারলেন না।
Leave a Reply