পেনসনের পেনসন
তখনকার ছোটলাট স্যার এসলে ইডেন বঙ্কিমচন্দ্রকে বড়ই স্নেহ করতেন। দুজনের মধ্যে মাঝে মাঝেই রঙ্গ রসিকতা চলতো।
একদিন ইডেন সাহেব বঙ্কিমচন্দ্ৰকে ডেকে জিগ্যেস করলেন, ‘বঙ্কিমবাবু আপনার পিতা কি আজও জীবিত আছেন?’
বঙ্কিমচন্দ্ৰ বলেন, ‘হ্যাঁ সাহেব, আছেন।’
ইডেন সাহেব পুনরায় জিগ্যেস করলেন, ‘তা উনি কতদিন পেনশন ভোগ করছেন?’
বঙ্কিমচন্দ্র একটু ভেবে বললেন, ‘পঁচিশ বছরের কম হবে না।’
ইডেন সাহেব তখন হাসতে হাসতে বললেন, ‘দেখুন বঙ্কিমবাবু, কেউ পঁচিশ বছর চাকরি করলে আমরা তাকে পেনশন দিয়ে থাকি। আপনার পিতা তো পাঁচিশ বছর পেনশন পাচ্ছেন, তাকে পেনশনের পেনসন দিলে কেমন হয়?’
রসিক বঙ্কিমচন্দ্ৰ ইডেন সাহেবের রসিকতায় প্রাণখুলে হেসে উঠলেন।
Leave a Reply