চন্দ্র-চন্দ্র-চন্দ্র
বঙ্কিমচন্দ্র একদিন গল্প করছিলেন আর এক ‘চন্দ্ৰ’ কৈকালার চন্দ্ৰনাথ বসুর সঙ্গে। দুই ‘চন্দ্র’-এর খোশগল্প যখন জমে উঠেছে তখন আর এক চন্দ্রের প্রবেশ। তিনি সাহিত্যিক চন্দ্ৰশেখর মুখোপাধ্যায়।
চন্দ্রনাথ ও চন্দ্ৰশেখরের ইতিপূর্বে আলাপ ছিল না। এই দায়িত্ব নিতে হল সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্ৰকেই।
বঙ্কিমচন্দ্ৰ চন্দ্ৰশেখরকে দেখিয়ে চন্দ্রনাথকে বললেন, ‘এঁকে চেন না?’
চন্দ্ৰনাথ বললেন, ‘না, চিনি না।’
বঙ্কিমচন্দ্ৰ বললেন, ‘আরে–উনি হলেন উদভ্ৰান্ত প্ৰেম।’
চন্দ্ৰনাথ ঠিক বুঝলেন না। বঙ্কিমচন্দ্রের কথা। তখন বঙ্কিমচন্দ্ৰ হাসতে হাসতে বললেন, ‘চন্দ্ৰশেখর হলেন সাহিত্যজগতের বিখ্যাত বই ‘উদভ্ৰান্ত প্রেম’-এর রচয়িতা।’
বঙ্কিমচন্দ্রের কথা শুনে বাকি দুই চন্দ্ৰ হেসে উঠলেন।
Leave a Reply