দক্ষিণা
বঙ্কিমচন্দ্র ও তাঁর দুই ভাই একবার দিগম্বর বিশ্বাসের বাড়িতে নিমন্ত্রণ রক্ষণ করতে যান। দিগম্বরের স্ত্রীর সাবিত্রী ব্ৰত উপলক্ষে এই ব্ৰাহ্মণ নিমন্ত্রণ। গৃহকর্তা দিগম্বর যত্নসহকারে ভোজন করালেন বঙ্কিমচন্দ্র ও তাঁর ভাইদের। ভোজনাস্তে তৃপ্ত বঙ্কিমচন্দ্ৰ হাত মুখ ধুয়ে দাঁড়ালেন দিগম্বরের সামনে। দুহাত বাড়িয়ে দিয়ে বললেন, ‘খাওয়াদাওয়া তো হল, কই হে এবার দক্ষিণা দাও।’
দিগম্বর হাসতে হাসতে বললেন, টতুমি কি দুহাতে দক্ষিণা নেবে নাকি?’
বঙ্কিমচন্দ্র চটজলদি জবাব দিলেন, ‘না নিলে চলবে কেন ভাই। একটাকা গাড়িভাড়া। তিন ভাইয়ের রোজগার তো দেখছি মাত্ৰ বারো জানা। বাকি চার আনা আমি নিজের পকেট থেকে দেবো নাকি?’
বঙ্কিমচন্দ্রের রসিকতা শুনে দিগম্বর ও উপস্থিত ব্যক্তিবর্গ হোঃ হেঃ করে হোসে উঠলেন।
Leave a Reply