বাগবাজারের মেথরানী
বঙ্কিমচন্দ্র কর্মসূত্রে বারুইপুরে বদলি হয়ে আসার পর তার বাসায় নিয়মিত আসতেন নাট্যকারী দীনবন্ধু মিত্র ও তৎকালীন চব্বিশ পরগণার অ্যাসিসটেন্ট ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট জগদীশ চন্দ্র রায়। তাঁরা এলে কয়েকদিন হৈহুল্লোড়, আমোদ আহ্লাদ, খানাপিনা চলত।
তখন বঙ্কিমচন্দ্ৰ মজিলপুরে। দীনবন্ধু ও জগদীশ একবার রাত প্ৰায় নটায় বঙ্কিমচন্দ্রের মজিলপুরের বাসায় এসে হাজির। বঙ্কিমচন্দ্ৰ এক মনে উপন্যাস রচনা করছিলেন। বাইরে দুই জন গাড়ি থেকে নেমে গলা ছেড়ে গান ধরলেন, ‘আমরা বাগবাজারের মেথরানী গো…।’
বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়ের রঙ্গ রসিকতা বঙ্কিমচন্দ্র গলা শুনে বুঝলেন বাইরে কারা এসেছেন। লেখা বন্ধ করে হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে তিনি চিৎকার বলে বললেন, ‘ও কালুয়া নিকাল দো, ও কালুয়া নিকাল দো।’
বঙ্কিমচন্দ্ৰকে দেখে দীনবন্ধু ও জগদীশ আনন্দে দুহাত তুলে গান গাইতে গাইতে ঘরে প্রবেশ করলেন। দুই বন্ধুকে পেয়ে খুশি হলেন বঙ্কিমচন্দ্র।
Leave a Reply