বুটের ঠোক্কর
বঙ্কিমচন্দ্রের মতোই তাঁর সুহৃদ, অধর সেনও ছিলেন ডেপুটি ম্যাজিষ্ট্রেট। অধর সেন ছিলেন শ্ৰীরামকৃষ্ণের ভক্ত। বঙ্কিমচন্দ্রেরও ইচ্ছা ছিল একবার শ্ৰীরামকৃষ্ণের দর্শনলাভ করেন। একদিন শ্ৰীরামকৃষ্ণ স্বয়ং এসেছেন অধর সেনের বেনিয়াটোলার গৃহে। খবর পেয়ে বঙ্কিমচন্দ্ৰ লোভ সামলাতে পারলেন না।
এলেন শ্ৰীরামকৃষ্ণের দর্শনে। অধর সেন বঙ্কিমচন্দ্রকে নিয়ে গেলেন শ্ৰীরামকৃষ্ণের কাছে এবং পরিচয় করিয়ে দিয়ে বললেন, ‘প্ৰভু, ইনিই সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়। অনেক বই লিখেছেন। আজ। আপনাকে দর্শন করতেই এঁর আসা।’
সহজ-সরল মানুষ শ্ৰীরামকৃষ্ণ। বঙ্কিমচন্দ্ৰকে দেখা মাত্রই আপন করে নিয়ে বললেন, ‘ওহে বঙ্কিম, কার হাতে পড়ে তুমি বেঁকলে গা?’
শ্ৰীরামকৃষ্ণের কথা শুনে হেসে ফেলে বঙ্কিমচন্দ্র বললেন, ‘আজ্ঞে হাতে নয় প্ৰভু, ইংরেজের বুটের ঠোক্করে বেঁকেছি।’
বঙ্কিমের কথা শুনে শ্ৰীরামকৃষ্ণ ও অধর সেন হেসে ফেললেন।
Leave a Reply