মুখের মত
বঙ্কিমচন্দ্রের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। দীনবন্ধু ছিলেন সরকারি সুপার নিউমারি ইন্সপেকটিং পোস্টমাস্টার। চাকরির সুবাদে তাকে নানা জায়গায় যেতে হত। একবার তিনি গেছেন। আসামের কাছাড়ে। সেখান থেকে একজোড়া কাপড়ের জুতো কিনে নিয়ে এলেন বয়ঃকনিষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের জন্য। জুতো জোড়া ভালো করে মুড়ে একজন লোক মারফত পাঠিয়ে দিলেন বঙ্কিমচন্দ্রের কাছে। তারসঙ্গে একটা চিরকুটে লিখলেন ‘কেমন জুতো?’
বঙ্কিম জুতোজোড়া হাতে পেয়ে দেখলেন ও লেখাটি পড়ে মুচকি হাসলেন। তারপর জুতো বাহকের হাতে একটি চিরকুট লিখে ধরিয়ে দিলেন। কী লেখা সেই চিরকুটো? দীনবন্ধুর উদ্দেশ্যে সেই চিরকুটে লেখা ছিল ‘ঠিক তোমার মুখের মত।’
অর্থাৎ তোমার মুখ যেমন সুন্দর, জুতো জোড়াও তেমনই।
Leave a Reply