চিরকুট
বঙ্কিমচন্দ্ৰ এক সকালে বসে একটি উপন্যাস রচনা করছেন। একজন বিলেত ফেরত বাঙালি সাহেব তখন বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসে বাড়ির এক কাজের লোকের হাতে একটা ছোট কাগজ দিলেন এবং সেটা বঙ্কিমচন্দ্রের কাছে পৌঁছে দিতে বললেন। কাজের লোক সঙ্গে সঙ্গে সেই কাগজ বঙ্কিমচন্দ্রের হাতে দিলেন। বঙ্কিমচন্দ্ৰ পড়ে দেখলেন, তাতে লেখা-’মিস্টার বি. চ্যাটার্জি-এর সাথে দেখা করতে চাই!’
বঙ্কিমচন্দ্ৰ লেখাটা পড়ে চিরকুট বাহককে বললেন, ওহে, ভদ্রলোককে জানিয়ে দাও মিস্টার বি. চ্যাটাজী নামের কোনো লোক এখানে থাকেন না। আপনি ভুল করেছেন। এখানে থাকনে শ্ৰী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।’
চিরকুটবাহক বঙ্কিমচন্দ্রের কথামত ভদ্রলোককে সেকথা জানাতে বিলেতফেরত বাঙালি সাহেব ভদ্রলোকটি নিজের ত্রুটি বুঝতে পেরে লজ্জায় মাথা নত করে চলে গেলেন।
Leave a Reply