স্বার্থপর
একদিন শ্ৰীরামকৃষ্ণদেবকে তঁর ভক্তরা বললেন, ‘ঠাকুর, স্বার্থপর লোকদের সম্পর্কে কিছু বলুন’।
শ্ৰীরামকৃষ্ণ ভক্তদের হাসতে হাসতে রসিকতা করে বললেন, ‘বুঝলি, স্বার্থপর লোকেরা সমাজে অজ্ঞানই থেকে যায়। কী করে তাদের ঈশ্বরচিন্তা হবে? স্বার্থপর লোক এমন কিছুই করবে না, যাতে অন্যের উপকার হয়। তাকে যদি বলা হয় দোকান, থেকে এক পয়সার সন্দেশ কিনে আনতে, সে তাও চুষে চুষে এনে দেবে।’
এরপর তিনি উদাহরণ দিয়ে বললেন, যেমন ধর হাবাতে কাঠ। নিজে যখন জলে ভাসে একরকম করে ঠিকই ভাসে। কিন্তু যখনই একটা পাখি তার উপরে এসে বসে তখনই কাঠটা ডুবে যায়। ঠিক স্বার্থপর লোকের মত।’
শ্ৰীরামকৃষ্ণ পরমহংসদেবের এই কথা শুনে ভক্তরা হো-হো করে হেসে উঠলেন। ধৰ্মকথা ও নীতি কথা খুব সহজ সরল ভাবে ভক্তদের বোঝাতেন শ্ৰীরামকৃষ্ণ পরমহংসদেব।
Leave a Reply