ছাগল পোষা
সেই সবে মাত্র নববিধান ব্ৰাহ্মসমাজের প্রতিষ্ঠা করেছেন ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্ৰ সেন। সেই ডালপালা মেলতে শুরু করেছে ব্ৰাহ্মসমাজ। কেশবচন্দ্রের ওই সঙেঘ ছিল অনেক পুরুষ সদস্য। সংখ্যায় কম হলেও পাশাপাশি কিছু মহিলা সদস্যাও ছিল ওই সঙেঘ। এদের নিয়েই কাজকর্ম এগোচ্ছিল ব্রাহ্ম সমাজের।
একদিন কেশবচন্দ্ৰ শ্ৰীরামকৃষ্ণদেবকে নিমন্ত্রণ করলেন ব্রাহ্মসমাজের এক সভায়। নিমন্ত্রণ পেয়ে খুশি হয়ে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণদেব এলেন ব্ৰাহ্মসমাজের সেই সভায়। রামকৃষ্ণদেবকে সভায় আসতে দেখে আনন্দিত কেশবচন্দ্ৰ বললেন, ‘আসুন ঠাকুর, আসুন!’
শ্ৰীরামকৃষ্ণ সভায় এসেই লক্ষ্য করলেন ব্রাহ্মসমাজে সভ্যদের পাশাপাশি কয়েকজন সভ্যাকেও। তারপর কেশবচন্দ্ৰকে ডেকে রসিকতা করে বললেন, ‘সবে তো গাছ পুতেছেন!! এরই মধ্যে ছাগল পোষা? সব যে মুড়িয়ে খাবে!’
কেশবচন্দ্ৰ শ্ৰীরামকৃষ্ণের রসিকতার অর্থ বুঝলেন ও হেসে ফেললেন।
Leave a Reply