সমাধি / শব্দ
একদিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তরা তাঁরা কাছে জানতে চাইলেন, ‘ঠাকুর সমাধি কী করে হয়?’
ভক্তদের কৌতূহল দেখে শ্রীরামকৃষ্ণদেব ব্যাখ্যা করে বললেন, ‘আমরা দেখতে পাই প্রথম প্রথম সব কমেই খুব হই চাই। যত ঈশ্বরের প্রতি এগুবে, ততই কমতে থাকবে কর্ম। শেষে কর্ম ত্যাগ এবং সমাধি।’
এরপর শ্ৰীরামকৃষ্ণদেব ভক্তদের রসিকতা করে একটি উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, ‘যেমন ধরে ব্ৰাহ্মণ-ভোজন। কী হয় সেখানে? প্রথমে খুব হইচই! কিন্তু যখনই অতিথিরা খাবার পাতার সামনে গিয়ে বসলো, তখনই হইচই কমে গেল। তখন শুধু একটাই শব্দ-লুচি আনো হে, লুচি আনো!
লুচি-তরকারি খাওয়া শুরু হয়ে গেলে শব্দ কমে যায় বারো আনা। আর যখন দই আসে? তখন শুধু দাই খাবার সুপ সুপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই!! আর ভোজন সমাপ্ত হলে?–নিদ্রা! তখন সব চুপ, একেবারেই চুপ!’
শ্ৰীরামকৃষ্ণদেবের এই রসিকতা ভক্তরা বেশ উপভোগ করতেন।
Leave a Reply