ভাল পাত্র
রবীন্দ্রনাথ একবার মংপুতে গিয়ে মনমোহন সেনের বাড়িতে উঠেছেন। সেখানে তখন এসেছেন মনমোহনের স্ত্রী মৈত্ৰেয়ী দেবীর বোন চিত্ৰিতা দেবীও। একদিন কথায় কথায় রবীন্দ্ৰনাথের কাছে মৈত্রিয়ী দেবী জিগ্যেস করলেন, ‘গুরুদেব, আপনার চেনাজানা কোনো ভাল পাত্ৰ আছে? আসলে চিত্রিতার জন্য আমরা সুপাত্রের সন্ধান করছি।
রসিক রবীন্দ্ৰনাথ উত্তরে বললেন, হে সীমন্তিনী, আমার জানা একটিমাত্র পাত্ৰ আছে। এবং অতি সৎ পাত্ৰ বলেই আমার বিশ্বাস, কিন্তু সমস্যা হল তোমাদের ধারণায় তার বয়স একটু বেশিই হয়ে গেছে, কাজেই সে তো চলবে না।’
রবীন্দ্ৰনাথ যে রসিকতা করে নিজের সম্পর্কেই এ কথা বললেন সেটা বুঝতে পেরে হেসে ফেললেন মৈত্রেয়ী দেবী।
Leave a Reply