বাঘ শিকারের গল্প
রবীন্দ্রনাথের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষ আসতেন। একদিন সন্ধেবেলায় বিখ্যাত শিকারী কুমুদনাথ চৌধুরী এসেছেন রবীন্দ্রনাথের কাছে। হাতে শিকারের বন্দুক। এসেই তিনি গুরুদেবের কাছে সগর্বে নিজের বাঘ শিকারের গল্প করতে লাগলেন। গল্পের মাঝে তিনি রবীন্দ্রনাথকে জিগ্যেস করলেন, ‘গুরুদেব, আপনি কখনো বাঘশিকার করেছেন?’
গম্ভীর মুখে রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ‘বাঘ শিকার? তা এক-আধটা নয়। ভাই, বোধহয় গুণে শেষ করা যাবে না!’
এ কথা শুনে কুমুদনাথ সহ অন্যরা অবাক। রবীন্দ্রনাথকে তঁরা কবি হিসাবেই জানেন। কিন্তু উনি যে একজন দক্ষ শিকারী, তার ওপর অনেক বাঘ মেরেছেন, তা তো কখনো শোনা যায়নি। রবীন্দ্রনাথের মুখে বাঘ শিকারের কথা শুনে একেবারে চুপসে গেলেন কুমুদনাথ। তিনি ভেবেছিলেন, নিজের বাঘশিকারের কথা বলে একেবারে মাত করে দেবেন। কিন্তু এ কী হলো! তখন একজন নীচু স্বরে রবীন্দ্রনাথকে জিগ্যোস করলেন, ‘গুরুদেব, সত্যি সত্যিই আপনি বাঘ মেরেছেন?’
এবার রবীন্দ্ৰনাথ মুচকি হেসে বললেন, ‘হ্যাঁ, আমি B U G বা ছারপোকার কথাই বলছি। না, কুমুদের মত টাইগার আমি কখনো মারিনি।’
এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন কুমুদনাথ এবং শুরু করলেন আরো নতুন নতুন বাঘ শিকারের গল্প।
Leave a Reply