চিরঋণী
শান্তিনিকেতনে রবীন্দ্ৰনাথ একজনকে গল্প করতে করতে বলেছিলেন, ‘একটি লোক আমার কাছে এসে দশ টাকা ধার নিয়ে গিয়েছিল। নেবার সময় বলেছিল—গুরুদেব, আমি আপনার কাছে চিরঞ্চণী রইলাম। এ কথা বলে রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ‘লোকটা কিন্তু সত্যবাদী ছিল, সে চিরঋণীই রয়ে গেল। দশটাকা সে আর আমাকে ফেরত দিয়ে গেল না।’
Leave a Reply