বলাই
সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাঁর ছদ্মনাম বনফুল, এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন। তাঁর বক্তৃতা শেষ হলে সবাই তাঁর বলার প্রশংসা করলেন। সভায় উপস্থিত রবীন্দ্রনাথও তাঁর বক্তৃতার প্রশংসা করে বললেন, ‘একটা কথা আপনারা সবাই ভুলে যাচ্ছেন কেন–বলাই তো ভালই বক্তৃতা দেবে, ওর নামই যে বলাই! বলাই তো ওর কাজ।’
কবিগুরুর মুখে এই কথা শুনে সভায় হাসির রোল উঠল।
Leave a Reply