সানাই
এক ভদ্রলোক প্রথমবার শান্তিনিকেতনে এসেছেন। তিনি দেখা করতে গেলেন। রবীন্দ্ৰনাথের সঙ্গে। গুরুদেবের কাছে যাওয়ার আগে ভদ্রলোকটিকে শাস্তিনিকেতনের একজন মজা করার জন্য বললেন, ‘জেনে রাখুন, গুরুদেব আজকাল কানে কম শুনছেন। আপনি কথা বলার সময় শুরুদেবের কানের কাছে মুখ নিয়ে গিয়ে জোরে কথা বলবেন। না হলে গুরুদেব কিছুই শুনতে পাবেন না!’
সেই কথামনে গেঁথে নিয়ে ভদ্রলোকটি রবীন্দ্রনাথের ঘরে ঢুকলেন। রবীন্দ্রনাথ তখন একটি বই পড়ছিলেন। ভদ্রলোকটিকে দেখে তিনি জিগ্যেস করলেন, ‘আপনার নাম কী?’
এবার ভদ্রলোকটি রবীন্দ্রনাথের কানের কাছে মুখ নিয়ে গিয়ে চিৎকার করে বললেন, ‘আমার নাম কানাই।’
এত জোরে চেঁচিয়ে ভদ্রলোকটিকে কথা বলতে শুনে রবীন্দ্ৰনাথ অবাক হলেন। শেষে রসিকতা করে বললেন, ‘নামটা সানাই হলে আরো ভালো হতো।’
এ কথা শুনে ভদ্রলোকটি লজ্জা পেয়ে গেলেন।
Leave a Reply