আমি আঙ্গুল কাটিয়া কলম বানাই
চক্ষের জলে কালি,
আর পাজর ছিঁড়িয়া লিখি এই কথা
পিরীতি যে চোরাবালি।
দীরঘশাস যে কাগজ বন্ধু
দুঃখ আখর তারই,
মাথার কিরা সে লিখনের ভাষা
আমিই লিখিতে পারি—
সে ভাব বুঝিতে সে ভাষা পড়িতে
মোর বন্ধুয়াই জানে খালি।
হায় ধ্যান জ্ঞান মোর নাইরে
সবাই মুখ্যু আমারে কয়,
তোমরাই বল বল গো
এই পত্র লিখিতে বিদ্যা শিখিতে
পুঁথি কি পড়িতে হয়?
বিরহ যে তার শিরোনামা ওগো
জানি না বধুঁর নাম,
তাই যে গো হায় পারি না লিখিতে
কি তার ঠিকানা ধাম।
সে যদি না পড়ে এ প্রাণ লিখন
বিধি চিতায় দাও গো জ্বালি।
———
‘নবজন্ম\’ কথাচিত্রের গান।
শিল্পী : ধনঞ্জয় ভট্টাচার্য।।
সুর : নচিকেতা ঘোষ।
Leave a Reply