বকুল ফুল
মধুসূদনের বাড়িতে নিয়মিত আড্ডার আসর বসত। একদিন কবি তার বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে বাংলাদেশের কবিদের কথা আলোচনা করছিলেন। মধুকবির অত্যন্ত শ্রদ্ধা ছিল কবি কাশীরাম দাসের ওপর। আলোচনা প্রসেঙ্গ কাশীরাম দাসের কথা উঠলে মধুসূদন বলেন, ‘কাশীরাম দাসের সমান কবি আমাদের দেশে আর নাই। দেখ, ওঁর রচিত মহাভারত তে-তলাতেও পড়া হচ্ছে, দে-তলাতেও পড়া হচ্ছে। আবার দোকানে এবং গাছতলাতেও সাধারণ লোকে সুর করে পড়ছে।’
এরপর কবি ভারতচন্দ্র রায় গুণাকরের প্রসঙ্গ উঠতে মধুসূদন বলেন, ‘উনি বকুল ফুলের কবি।’
Leave a Reply