কোকিল
মহাকবি মাইকেল ছিলেন সুপুরুষ ও সৌখিন। তাঁর গায়ের রঙ যদিও ছিল কালো। প্রথম দিকে মধুকবির কণ্ঠস্বরটিও ছিল মধুর। কিন্তু মাদ্রাজের এক হিমশীতল জলে স্নান করে মধুকবির মধুময় কণ্ঠস্বর চিরদিনের মত বিকৃত ও ভগ্ন হয়ে যায়।
একে গায়ের রঙ কালো, তার উপর ভাঙা গলা। কোনো কোনো নিন্দুক-হিংসুটে লোক। এরপর থেকে মাইকেলের ভাঙা কণ্ঠস্বর ও গায়ের রঙ নিয়ে ব্যঙ্গ করতেন। তাই শুনে মাইকেল হেসে বলতেন :
‘তবু আমি গলা ভাঙা কোকিল।
সাদা হাঁসের মতো করি না তো
প্যাঁক প্যাঁক প্যাঁক?’
মাইকেলের এই কথা শুনে হিংসুটে-নিন্দুকরা আর কথা বলতে পারতেন না।
Leave a Reply