গোপালায় নমোহস্তু মে
তখন ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের ছাত্র। পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার তাদের সংস্কৃত কাব্যশাস্ত্র পড়াতেন। একদিন তিনি শ্রেণীকক্ষে পাঠ নিতে এসে ছাত্রদের বললেন, ‘তোমরা সবাই ‘গোপালায় নমোহস্তু মে’-এই বাক্যটি দিয়ে একটি চার লাইনের শ্লোক রচনা করো।’
পণ্ডিত জয়গোপালের এই কথা শুনে ছাত্র ঈশ্বরচন্দ্ৰ উঠে দাঁড়িয়ে মুচকি হোসে বললেন, ‘আপনি গােপালকে নিয়ে শ্লোক রচনা করতে বললেন, এক গোপাল তো দেখছি আমাদের সামনেই দাঁড়িয়ে (অর্থাৎ জয়গোপাল), আর এক গোপাল বহুদিন আগে বৃন্দাবনে লীলা করেছিলেন। এই দুই গোপালের মধ্যে কোন গোপালকে নিয়ে শ্লোক রচনা করবো ?’
ছাত্র ঈশ্বরচন্দ্রের রহস্যজাত রসিকতায় হেসে ফেলে পণ্ডিত জয়গোপাল বললেন, ‘বেশ বেশ বৎস, বৃন্দাবনের গোপালকে নিয়েই শ্লোক রচনা করো।’
Leave a Reply