দুরবস্থা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন নিজের বৈঠকখানায় ব’সে অন্তরঙ্গ বন্ধুবান্ধবের সঙ্গে রঙ্গ রসিকতায় মেতে আছেন। তার মাঝে উঠছে সমাজ সংস্কারমূলক বিভিন্ন প্রসঙ্গ। এমন সময় এক বৃদ্ধ ব্যক্তি ঘরে ঢুকলেন। তাঁর পরণে ময়লা পোশাক। তিনি করজোড়ে বিদ্যাসাগরকে বললেন, ‘বড় দুরাবস্থায় পড়েছি আমি। আমাকে দয়া করে কিছু অর্থ সাহায্য করুন।’
বিদ্যাসাগর দয়ার সাগর। বৃদ্ধকে দেখে স্বভাবতই তাঁর দয়া হল। তিনি কিছুক্ষণ বৃদ্ধের করুণ মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ‘আপনার অবস্থা যে কেমন সেটা বুঝতে পারছি আপনার আকার দেখেই।’
আসলে দুরাবস্থা নয়, কথাটি হবে দুরবস্থা। বৃদ্ধটি ভুল উচ্চারণ করার জন্য বিদ্যাসাগর তার সঙ্গে একটু রসিকতা করলেন এবং শেষে হাসিমুখে অর্থ সাহায্য করলেন ।
অর্থ হাতে পেয়ে বৃদ্ধটি বিদ্যাসাগরকে আশীৰ্বাদ করে চলে গেলেন।
Leave a Reply