মৃত্যুর পর স্বর্গবাস
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর নানা ধরনের ব্যক্তির সঙ্গে মেলামেশা করতেন। তার এক পরিচিত ব্যক্তি হঠাৎ প্ৰথমা পত্নীর বিয়োগের পরেই আবার বিবাহ করলেন। ব্যক্তিটির দ্বিতীয় বিবাহের পর একদিন বিদ্যাসাগরের সঙ্গে দেখা। বিদ্যাসাগর তাঁকে হাসতে হাসতে বললেন, ‘বন্ধু তোমার তো দেখছি মরার পরেই স্বৰ্গবাস।’
বিদ্যাসাগরের কথার অর্থ বুঝলেন না ব্যক্তিটি। তিনি জিগ্যেস করলেন, ‘কেন ? স্বৰ্গবাসী কেন ?’
এবার বিদ্যাসাগর রসিকতা করে বললেন, ‘আমরা তো মৃত্যুর পর কিছুদিন নরকযন্ত্রণা ভোগ করে তারপরে স্বর্গে যেতে পারি। কিন্তু তুমি তো দেখছি মর্ত্যেই নরক যন্ত্রণা ভোগ করে মৃত্যুর পর সোজা স্বৰ্গে যাবে। নয় কি?’
ব্যক্তিটি এবার বিদ্যাসাগরের কথার অর্থ বুঝে হেসে ফেললেন।
Leave a Reply