নতুন উপাধি
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর রাজদরবারে নতুন উপাধি পেয়েছেন। এই উপাধি পাওয়ার খবর গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। যারা তাঁকে পছন্দ করতেন তাঁরা খুশি হলেন, যাঁরা তাঁকে অপছন্দ করতেন তাদের মুখভার হল। বিদ্যাসাগরের কোনো কিছুতেই যায় আসে না। তিনি সদাই উদাসীন। তাঁর উপাধি পাওয়ার খবর শুনে এক বৃদ্ধ খুশি হয়ে তাঁর সঙ্গে দেখা করতে এলেন। বিদ্যাসাগর তাঁকে বসিয়ে আপ্যায়ন করলেন। বৃদ্ধ ব্যক্তিটি জিগ্যেস করলেন বিদ্যাসাগরকে, ‘আপনার নতুন উপাধিটা কী?’
বিদ্যাসাগর বললেন, ‘সি.আই.আই।’
বৃদ্ধ বললেন, ‘তাতে কী হল?’
বিদ্যাসাগর হেসে রসিকতা করে বললেন, ‘তাতে ছাই হল।’
বৃদ্ধ গভীর মুখে তখন বললেন, ‘সাধু, সাধু! রাজার মুখে সবই শোভা পায়, সবই শোভা পায় ।’
Leave a Reply