নিরামিষাশী
বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস তাঁর ছোটছেলে ঈশানচন্দ্র ও বড় নাতি নারায়ণ (বিদ্যাসাগরের পুত্ৰ) কে অত্যন্ত স্নেহ করতেন। তাঁর মেহের বহর এতটাই ছিল যে, কেউ এই দু’জনকে শাসন করতে সাহস পেত না। বিদ্যাসাগর একদিন তাঁর পিতাকে বললেন, ‘বাবা, আপনি তো নিরামিষাশী। কিন্তু এই যে দুইবেলা ঈশান ও নারায়ণের মাথা খাচ্ছেন, শাসন করছেন না, তাতেও কি আপনি নিরামিষাশী থাকছেন ?’
পুত্রর কথা শুনে পিতা না হোসে পারলেন না। সেদিন থেকে ঠাকুরদাস আদরের মাত্ৰা কিঞ্চিৎ কম করলেন। বিদ্যাসাগর নিজেও অবশ্য ঈশান ও নারায়ণকে অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু কখনোই তা মাত্রা ছাড়িয়ে যায়নি।
Leave a Reply