বিদ্যালয় পরিদর্শক
পণ্ডিত ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর ছিলেন দেশের প্রথম বিদ্যালয় পরিদর্শক। এই কাজে তাকে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করতে যেতে হত। একবার এক বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে শ্রেণীকক্ষে ঢুকে তো তার চক্ষু চড়কগাছা! কী কারণ ? একটা লম্বা বেত রাখা শিক্ষকমহাশয়ের টেবিলে! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাসনের নামে ছাত্রদের প্রহার করাকে ভীষণ অপছন্দ করতেন। তাই শ্রেণীকক্ষের টেবিলে বেতটি দেখে তিনি মনে মনে বড়ই বিরক্ত হলেন। এরপর তিনি শিক্ষককে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘এই বেতটি দিয়ে কী কাজ হয় ?’
শিক্ষক মহাশয় কঁচুমাচু মুখ করে বললেন, ‘শুধুমাত্র ছাত্রদের ম্যাপ দ্যাখানোর জন্যই বেতটি এনেছি।’
বিদ্যাসাগর শিক্ষকের কথা শুনে গভীর হয়ে বললেন, ‘বুঝেছি, বুঝেছি, রথ দেখা কলা বেচা–দুই কাজই হবে। বেতটা দিয়ে ম্যাপ দেখানোও যাবে, আবার ছাত্রদের প্ৰহার করাও যাবে। ঠিক বলেছি তো?’
বিদ্যাসাগরের কথা শুনে শিক্ষকটি লজ্জা পেয়ে যান। কারণ সত্য প্ৰকাশ পেয়ে গেছে। সেদিন থেকে শিক্ষকটি বেত পরিত্যাগ করেন।
Leave a Reply