গরু ও গুরু
পণ্ডিত ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যালয়ের এক পণ্ডিত একবার কতগুলি নিম্নমানের নীতিকথা জাতীয় কবিতা রচনা করে বিদ্যাসাগরকে দেখান। কবিতাগুলি পড়ে বিদ্যাসাগর বিরক্ত হন। কেমন লাগল। কবিতাগুলি ? সেই পণ্ডিতের প্রশ্ন শুনে কবিতাগুলির শেষে রসিকতা করে বিদ্যাসাগর লিখে দিলেন–
‘জেনে রেখে এ জগতে সকলেই গরু
যে যারে ঠেকাতে পারে সেই তার গুরু।’
এই দু লাইন পড়ে সেই পণ্ডিত বুঝে গেলেন কবিতাগুলি সম্পর্কে বিদ্যাসাগরের মনোভাব।
Leave a Reply