বন্য শিল্প
খেয়ালি শিল্পী সালভাদোর ডালি একবার শখ করে পুষেছিলেন হিংস্র স্বভাবের এক ‘ওসিলট” (বাঘের মত ডোরাকাটা, অতিকায় বন বেড়াল)। সেটাকে সঙ্গে নিয়ে তিনি প্রায়ই এখানে সেখানে বেড়াতে যেতেন । একবার গেছেন গ্ৰীণউইচের (নিউইয়র্ক শহরের অভিজাত এলাকা) বিখ্যাত এক রেস্তোরাঁয় । পায়ের কাছে বসে ছিল ওসিলটটি। পরম আনন্দে সে প্রভুর দেওয়া একটা বিফ স্টেক খাচ্ছিল।
ঠিক তখনই রেস্তোরাঁয় ঢুকলেন মাঝ বয়সী অভিজাত এক মহিলা ; এসে বসলেন ডালির পাশের টেবিলে। প্রথমটায় তিনি কিছু বুঝতে পারেননি । খানিক পরেই তাঁর ওসিলটাটির দিকে নজর গেল । দেখা মাত্র তিনি ভয়ে বিবর্ণ হয়ে গেলেন। কী সাংঘাতিক ! একটা হিংস, বন্য ওসিলট ছাড়া রয়েছে রেস্তোরাঁর মধ্যে । তিনি কাঁপতে কাঁপতে ডালিকে জিজ্ঞেস করলেন : মশাই, আপনার পায়ের কাছে যে ভয়ংকর জীবটি বসে আছে ওটা কি ওসিলট ?
ডালি : (সবিনয়ে ) আজ্ঞে না, অত্যন্ত গোবেচারা শিয়ামিজ ক্যাট, আকারে একটু বড় এই যা ; আসলে আমি তো একজন পপ আর্টিস্ট, তাই বাঘের মত রং তুলি দিয়ে ডোরা কেটে দিয়েছি মাত্র, যাতে ওটা হিংসা, ওসিলটের মত দেখায় ।
Leave a Reply