কামের ফুরসৎ
ছোট্ট রেল স্টেশন। তার পাশে ছোট্ট শহর। সেখানে বেড়াতে গিয়ে রমেনবাবু দেখলেন রাস্তায় বিস্তর বাচ্চার ভিড় । হোটেলে ফিরে হোটেল মালিকের কাছে জিজ্ঞেস করলেন : মশাই, আপনাদের শহরের জনসংখ্যা বড়জোর ১o হাজার। তার মধ্যে বাচ্চাই তো দেখেছি হাজার দুয়েক । এমনটা হোল কি করে ?
হোটেল মালিক : আর বলবেন না স্যার। বছর ছয়েক আগে ভোর ৪:৪২-এর এক্সপ্রেস ট্রেনটা চালু হোল । তারপর থেকেই এই অঘটন। ট্রেনটা এমন শব্দ করে যায় যে আপনার ঘুম ভেঙ্গে যাবেই। আর তখন ঠিক উঠে পড়ার সময় নয়। আবার ঘুমাতেও পারা যায় না। তাই কি আর করে শহরের লোকে ?…
Leave a Reply