গাধার ডক্টর
গণ্ডমূর্খ ধনী ফরাসী জমিদার প্যারিস থেকে অনেকদিন বাদে গ্রামের বাড়িতে এসেছেন । নিজের প্রিয় ঘোড়ায় চেপে বেরিয়েছেন গ্রাম পরিদর্শনে । যেতে যেতে দেখেন গ্রামের এক প্রান্তে একটা বিরাট বাড়ি, তার সামনে বহু ছেলেমেয়ের ভীড় । দেখে কৌতুহল হ’ল । একজনকে জিজ্ঞেস করলেন, এখানে কি হচ্ছে ? ছেলেটি বললে, এটা বিশ্ববিদ্যালয় । ৫oo ফ্রাঁ-এর বিনিময়ে পি এইচ ডি ডিগ্রি দেওয়া হয় । যারা হাতে বা পায়ের বড়ো আঙ্গলে কেবল মাত্র টিপ ছাপ দিতে পারে আর টাকাটা দিয়ে দেয় তাদের হাতে হাতে ডিগ্রি মেলে ।
উৎসাহী জমিদার তাই শুনে ভেতরে গেলেন । ৫oo ফ্রাঁ আর টিপ ছাপ দিয়ে একটা ডিগ্রি নিয়ে এলেন। বাড়ি ফেরার পথে হঠাৎ তাঁর মনে হোল ৫oo ফ্রাঁ ও পায়ের টিপ ছাপ দিয়ে তার প্রিয় ঘোড়াটিও তো ডক্টরেট হতে পারে । যা ভাবা সেই কাজ। ফিরে গিয়ে বিশ্বববিদ্যালয়ের উপাচায়াকে বললেন, এই নিন ৫oo ফ্রাঁ আমার ঘোড়ার নামে একটা ডিগ্নি লিখে দিন, ও পায়ের টিপ ছাপও দিয়ে দেবে।
উপাচার্য : সরি, আমরা শুধুমাত্র গাধাদের ডক্টরেট দিয়ে থাকি, ঘোড়াদের দিই না।
Leave a Reply