বন্ধুর উপত্যকা দর্শন
মেয়েটি চটুলা এবং রূপসী। পুরুষ বন্ধুকে নিয়ে সে রেস্তোঁরায় খেতে গেছে । গলায় ঝুলছে চমৎকার একটি সোনার চেন । তাতে একটি মেষ বা ভেড়ার মূতি আঁকা ছোট্ট লকেট। সেই লকেটের নীচে লো-কাট ব্লাউজের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বক্ষ সৌন্দর্য । খেতে খেতে পুরুষ বন্ধুটি হা করে তাই দেখছিল।
মেয়েটি মিষ্টি হেসে বলল : নিশ্চয়ই আমার চমৎকার লকেট-টা দেখছ ? ওটা আসলে আমার রাশির প্রতীক।
বন্ধটি অপ্রস্তুত । ঢোঁক গিলে জবাব দিল : না, মানে ওই ভেড়াটিকে ঠিক দেখছি না, বরং ওই প্রাণীটি যে উপত্যকায় চরছে সেটার সৌন্দর্য দেখছি ।
Leave a Reply